প্রথমেই আপনাকে ধন্যবাদ পি.এস.পি শেখার জন্য , এর পরের অভিনন্দন টা আমার প্লে-গ্রাউন্ড এ হানা দেয়ার জন্য।
আপনাকে প্রথমেই যে বিষয় টা আমি বলতে চাই তা হচ্ছে এই প্লে গ্রাউন্ড এর জন্য যে কোন প্রকার রিভিউ আপনি কষ্ট করে দিবেন।
দরকার হলে গিটহাব এর রিপো তেও আপনার সাজেশন আপনি দিতে পারেন।
এখানে মুলত পাওয়া যাবে বিভিন্ন কুইজ এবং চ্যালেঞ্জ যা আপনাকে একজন পিএসপি প্রোগ্রামার হতে সাহাজ্য করবে।
প্রতিদিন ৩০% সময় শিখলে, আপনি ৭০% সময় সেটা প্রাকটিস এবং সেটাকে নতুন ভাবে সাথে নিজের আইডিয়া দিয়ে কিছু করার চেষ্টা করুন।
আপনি এখানে বিভিন্ন হিন্টস পাবেন।
প্রতিটা পদক্ষেপে আপনাকে সাহাজ্য করা হবে।
কিন্তু কিছু কঠিন সময়ে অবশ্যই আপনাকে একা পথ চলতে হবে।
কুইজ নংঃ ১
নিচের কোনটি বিটওয়াইস অপারেটর ?
কুইজ নংঃ ২
কোনটি লজিকাল অপারেটর ?
লজিকাল অপারেটর | বিটওয়াইস অপারেটর কি জানতে এই লিংক এ যান।